প্রেম তৃষ্ণা
-তনুশ্রী বসু (পাত্র)
∞∞∞∞∞∞∞
মৃত্যু যদি মুক্তি হয় তব হৃদয় দ্বারে,
কেন প্রেম চেয়েছিলে মোর কাছে?
চাওনি কি তবে মোর এই মধু সঙ্গ,
ভয় পাও কি? দ্বিধা কি কিছু আছে?
উত্তর দাও এবার, চুপ থেক না, তুমি,
তবে বুঝব, ভালোবাসা অবশ্যই নিশ্চিহ্ন?
কেন এই প্রতারণা? কি আছে অভিপ্রায়,
আজও বোঝনি, তুমি আমি অভিন্য!
কি প্রশ্ন আছে? অথবা জীবনকে ভয় পাও,
চুপ থেক না তুমি, উত্তর দাও, বিনা দ্বিধায়,
ভালোবাসায় কোন “কিন্তু” থাকতে যে নেই,
আমি দীর্ঘ প্রতীক্ষা করেছি, বহু আশায়।
নিজেকে প্রসারিত কর, হও আদর্শ প্রেমিক,
আমি, দুহাত বাড়ায়ে নেব, তব প্রেম সুধা,
অনন্ত অপেক্ষায় থেকে, আমি ক্লান্ত, পরিশ্রান্ত,
তব, প্রেম সুধায় হব প্রেমিকা, মিটবে মম ক্ষুধা।
∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি:-
আমি তনুশ্রী বসু পাত্র। বাবা চন্ডিচরণ পাত্র ও মা চিত্রা পাত্রর প্রথম সন্তান। হুগলি জেলায় চুঁচুড়াতে জন্ম। স্কুল, কলেজও সেখানেই। বিয়ে হয়েছে ১৯৮৩ সালের ২৫শে জানুয়ারী, এক মাত্র ছেলের সংসার হোয়েছে বছর চারেক আগে। তারা যে যার নিজের কর্মস্থলে থাকে। আমরা দুজন স্বামী স্ত্রী বাড়িতেই থাকি। আমি একজন সাধারন গৃহিণী। সংসারের একঘেয়েমি কাটাতে আমি লেখা ও গানের মধ্যে সময় অতিবাহিত করি। আমার স্বামী এই ব্যাপারে আমাকে অনেক উৎসাহ দেয় ও সাহায্য করে। সাহিত্যকে যারা ভালোবাসে তারা লেখার মাধ্যমে তাদের বক্তব্য অপরের সামনে রাখার চেষ্টা করে। তার প্রকাশ কবিতা, অণুগল্প কিংবা প্রবন্ধে দেখা যায়। লেখার অভ্যাস সেই ছোটবেলা থেকে লিখতে ভালবাসি আর তার প্রকাশে আরও আনন্দ পাই। তাই লিখি আর লিখেও চলব।

