অগ্রাহায়ন
-রীনা
∼∼∼∼∼∼∼∼∼
বাতাসে হিম শীতল আমেজ
বলছে, শীত এলো বলে
প্রকৃতির অদ্ভুত খেয়ালে
মগ্ন এ মন,
হিম হিম বার্তা নিয়ে আসছে অগ্রহায়ণ।
হেমন্তের উৎসবে
মাতবে আজ সবাই
প্রকৃতির অপরূপ দর্শন তাই
কাব্যে করে যাই।
∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
ঢাকার মেয়ে আমি। হাজারিবাগে বেড়ে ওঠা।
একটি কন্যা সন্তানের জননী ।
কবিতার পাতার সাথেই আছি। সময় পেলে লিখে দেই দুই এক কলম।
পাঠকের প্রতিক্রিয়া লেখার মাত্রাকে দ্বিগুণ করে দেয়। ধন্যবাদ সবাই ভালো থাকবেন।

