নিঃশব্দ রাতের ব্যথা
-সুজিত ঘোষ
∼∼∼∼∼∼∼∼∼∼
শেষ রাতের নিঃশব্দে, চাঁদও থমকে থাকে,
মনের ভেতরে শুধু বেদনার ঢেউ জাগে।
প্রতিটি মুহূর্তে তোমার ছায়া ভেসে আসে,
হৃদয়ের ভেতর ব্যথার অমোঘ সুর বাজে।
হাসি যে ছিল আমাদের সঙ্গী পথে,
আজ তা শুধু স্মৃতির আড়ালে খোঁজে।
কথায় বলা যায় না, চোখে লুকানো ব্যথা,
শেষ রাতের নিঃশব্দে কাঁদে অন্তরস্বপ্নটা।
বাতাসও যেন তোমার কথা শোনে না,
শীতল নিশ্বাসে বাজে শুধু শূন্যতার গান।
মনের গহীনে জমে অশ্রুর নদী,
প্রতিটি ধারা নিয়ে আসে অতীতের বান।
সব চাওয়া, সব আশা আজ ভেঙে চুরমার
মনে পড়ে শুধু তোমার নীরব অহংকার।
যদি ফিরে আসতে তুমি একটিবার,
তবু কি মুছত হৃদয়ের দগ্ধ অন্ধকার?
নীরবতায় দাঁড়িয়ে দেখি অন্ধকার
শেষ রাতের ব্যথা যেন চিরকালের।
তবু আশা জন্মায় একটুখানি আলোর,
যেখানে দাগ হয় গল্প, যেখানে বেঁচে থাকে ভালোবাসা।
অশ্রুর পরেও থাকে হৃদয়ে গান
বিরহের ব্যথা হয়ে ওঠে চিরন্তন জীবন।
শেষ রাতে বেঁচে থাকে শুধু স্মৃতির ভার
দাগ নিয়ে বাঁচাই আমার শেষ অভ্যাস।
∼∼∼∼∼∼∼∼∼∼
পরিচিতি:
সুজিত ঘোষ,নাটোর জেলার সদর উপজেলায় বসবাস করেন। কবিতা পড়তে ও লেখতে ভালোবাসেন শখের বসেই লেখালেখি করেন।

