কাগজ
-শান্তি দাস
≈≈≈≈≈≈≈≈≈≈≈
সময়ের ফেরে লুকিয়ে রাখা নিজেকে হারায়,
পুরোনো কে খুঁজে এনেছি মনের দরজার এক কোণে।
স্মৃতি বহন করে কাগজে লেখা গুলো ঝাপসা হয়ে আসে,
নিঃসঙ্গতায় পুরনো ডায়েরির লেখা কাগজে ভাসে বারবার।
কাগজের টুকরোতে কত গাঁথা স্মৃতি সাজানো ধাপে ধাপে,
গ্যালারির ভাঁজে রাখা ডায়েরির কাগজগুলো টুকরো টুকরো ।
খুঁজে বেড়ায় মনের কথাগুলো লেখা ডায়েরির পাতায় ।
যেন স্বপ্নের মাঝে ডুবে যাই কারো কথা ও আসে না কানে।
বসেছি নীরব নিস্তব্ধ নির্জনে যেখানে আমি শুধু আমি,
গ্যালারির ভাঁজে খুঁজি কেবল সেই গল্প গাঁথা কথাগুলো।
কি ছিলাম কি হলাম সব গুলো নিয়ে স্মৃতির সাগরে,
এগিয়ে চলছি তবু পুরনো ছেড়া কাগজের লেখা পড়তে হবে ।
কখনো সুখ কখনো দুঃখ সব যেন আজ একাকার,
সুখের দিনগুলো ভাবতে বেশ ভালো লাগে।
কাগজে এই বেদনার স্মৃতি বহন করে মন যেন যায় উদাস হয়ে,
পুরনো সেই দিনগুলো মনে যেন একটা আনন্দ যোগায়।
দিন চলে যায় থাকে শুধু স্মৃতি সেই গুলো আজ মনে,
গ্যালারির ভাঁজে এমন কিছু যা বিস্মৃতিতে গেছিল চলে।
নির্জনে বসে কাগজে লেখা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠে মনের মাঝে,
বেদনা ভরা স্মৃতি লিখে রেখে ছিলাম সেই ডায়েরির কাগজে ।
≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা ।উত্তর পূর্বাঞ্চলের খুব ছোট একটা রাজ্য ।ত্রিপুরার তিনদিকেই বাংলাদেশের ঠিকানা ।রাজধানী থেকে কিছুটা দূরে দূর্জয় নগরে আমার জন্ম ।ছোটবেলা আমি খেলাধুলা করতাম।গ্রামের প্রাইমারী স্কুলে শিক্ষা শুরু ।ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে।স্নাতক ও স্নাতকোত্তর মহারাজা বীরবিক্রম কলেজে।এরপর কোলকাতা নদীয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রী অর্জন করি। ১৯৯৬ সালে শিক্ষা দপ্তরে পোস্ট গ্র্যাজুয়েট পদে শিক্ষকতা শুরু।

