ঋণের দ্বারা
-আবুল হাসমত আলী
∞∞∞∞∞∞∞∞∞
মাথায় বোঝা বাড়ছে কত
দিন যেই পেরিয়ে যায়,
ঋণের বোঝা তাদের মধ্যে
লাফিয়ে বৃদ্ধি পায়।
পোশাক কিনতে ঘাড়ে চাপে
অনেক ঋণের বোঝা,
উৎসব করতে টাকা খরচ
দুষ্কর হচ্ছে বাঁচা।
গাড়ি কিনতে টাকা লাগে
সেটা ঋণের টাকা,
বাড়ি বানাতে খরচ করে
হয় যে পকেট ফাঁকা।
ঋণের টাকা বিষের সমান
রোগকে দেয় বাড়িয়ে,
সুস্থ চিন্তা দূর হয়ে যায়
দিন কাটে টেনশনে।
ঋণের দ্বারা ব্যক্তিসত্তা
ধূলায় লুটিয়ে যায়,
সেটা থেকে মুক্তি পেতে
আবার ঋণে জড়ায়।
ঋণ আবার মুক্তিদাতা
ব্যবসা করার ক্ষেত্রে,
যখন তখন টাকা দেয় সে
আপদে বিপদে।
কিন্তু আছে অন্য এক ঋণ
বিদ্যা চর্চার ক্ষেত্র,
জ্ঞানীদের জ্ঞান ঋণের দ্বারা
অনেকে হয় নক্ষত্র।
ভালোবাসার ঋণ গ্রহণে
এ জীবন হয় ধন্য,
অনেক মানুষ তাই হয়েছে
সবার কাছে বরেণ্য।
∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি:
আমি, আবুল হাসমত আলী, পিতা- সেখ আতর আলী, মাতা- ইন্নান্নেসা বিবি, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় বাস করি। আমার গ্রামের নাম ‘এরুয়ার’ যেটা ভাতার থানার অন্তর্গত। আমি ১৯৭৪ সালের ৩রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করি। আমি প্রকৃতি ভালোবাসি, ভালোবাসি পৃথিবীর মানুষকে ও জীবজগতকে। আমার কাছে ধর্ম মানে মানবিকতা। তাই মানুষের মর্যাদা হানি আমাকে সর্বদা পীড়া দেয়। পৃথিবীর সকল মানুষের সুষ্ঠ শান্তিপূর্ণ জীবনের আমি কামনা করি।

