সুযোগ চাই
-মোহাম্মদ দেলোয়ার হোসেন মাস্টার
≈≈≈≈≈≈≈≈≈≈
আমি পথের পথিক ভব ঘুরে ভাই,
হাজার কবিতা লেখা ছাপাখানা নাই।
কাহার পাবো আশ্বাস কার কাছে যাই,
কি করে ছাপাতে হয় রীতি জানা নাই।
সুসময় মোর কাছে যেন পোড়া ছা্ঁই,
মনের গোপন কথা বলি আমি তাই।
ভাত ছিটালে কাকের যদি দেখা পাই,
উঠানে ছিটানো ভাত কাক আসে নাই।
কবিতা বিছিয়ে রাখি পাঠক তো নাই,
নিরলে নিভৃতে কাঁদি বৃন্দাবনে যাই।
খোদার দয়ার শুধু গুনগান গাই,
যদি কোন দয়াবান দয়া কর তাই।
পাঠকের মাঝে যদি সে সুযোগ পাই,
মধুর মত সনেট কবি হতে চাই ।
≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
মোহাম্মদ দেলোয়ার হোসেন মাস্টার। গ্রামঃ দক্ষিণ রায়পুর, থানাঃ রায়পুর, জেলাঃ লক্ষ্মীপুর,বাংলাদেশ।।

