নব সূর্যের উত্থান
-শ্রী স্বপন কুমার দাস
∝∝∝∝∝∝∝∝∝∝
নয়টি মাসের যুদ্ধ শেষে
নব সূর্যের উদয়,
পাক হানাদার বাহিনী ভষ্মে
মুক্তি যুদ্ধের জয়।
শত সহস্র মায়ের কোল
হয়েছিল খালি,
লক্ষাধিক রক্ত জল
শহীদদের বলি।
উর্দুভাষীর বাড়বাড়ন্ত
রক্ত চক্ষুর ভয়,
বঙ্গ মাতার কোল অন্ত
এনেছে কেড়ে জয়।
মুক্তিযোদ্ধাদের প্রয়াস
হয়নিকো ব্যর্থ,
একাত্তরের গন উল্লাস
নব সূর্য উদিত।
বাঙালি গন অভ্যুত্থান
পাকিস্তানী ক্ষয়,
নব সূর্যের হল উত্থান
বাংলাদেশ কয়।
∝∝∝∝∝∝∝∝∝∝
কবি পরিচিতি-
কবি সাহিত্যিক ছড়াকার ও গল্পকার শ্রী স্বপন কুমার দাস (পশ্চিমবঙ্গ/ ভারতবর্ষ) পিতামাতা- স্বর্গীয় সন্তোষ কুমার দাস/ শ্রীমত্যা কল্যাণী দেবী। জন্ম সাল ও জন্ম স্থান- ১৬/০৪/১৯৬৩ গোপীবল্লভপুর মহকুমার অন্তর্গত ঝাড়গ্রাম জেলা।

