শেষ হোক সব কথা

-অরুণ কুমার মহাপাত্র

∼∼∼∼∼∼∼∼∼∼∼

আকাশে সুবর্ণরোদ খেলা করে

ভুস করে উড়ে যায়‌ শালিক ,

টুনটুনি , ফিঙে…

বাইরে অনেক পাখি

খাঁচা বন্দি আমি

তবুও আমার আনন্দ বাগানে

যা কিছু শিখি প্রণয়ে , বেদনায় ,

বিচ্ছেদে তা সবই এখানেই ।

এখানে ওঙ্কার জাগে , হাওয়া

দেয় ভেতরে…

জন্মান্তর স্পর্শ করে চক্রাকার ঘুর্ণনে

সোনায় মোড়া কথাগুলো যেন

আজ গোপন প্রলাপ…

তাই স্তব্ধতার শান্তভূমিতে

শেষ হোক আমার সব কথা‌।

∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি ঃ

অরুণ কুমার মহাপাত্র জন্ম ঃ ৬ ফেব্রুয়ারী ১৯৫১ ওড়িশার একটি মধ্য ইংরাজি স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক । অবসরের দশ বছর পরে কলম ধরেন । জীবন যাপনে নদী সুবর্ণরেখার প্রভাব… নদী সুবর্ণরেখা জানে সে কথা । মান্য বাংলায় নেখা কবির কবিতা বহু পত্র পত্রিকায় প্রকাশ পেয়েছে । এখনো তিনি লিখে চলেছেন । সুবর্ণরৈখিক বাংলায় লেখা কাব্যগ্রন্থ আছে ।

প্রকাশিত‌ কাব্যগ্রন্থ ঃ

  1. সারা গাঁয়ে ফুসুর ফাসুর ( সুবর্ণরৈখিক বাংলায় )
  2. চলো নদীর কাছে যাই

3.মন তরঙ্গের ঊর্মিমালা

4.অরুণ আলোয়‌

  1. বুঢ়া বইসের কেঁদরা (সুবর্ণরৈখিক বাংলায় )
  2. অক্ষরভাঙা সময়

এছাড়া আরো কয়েকটি কাব্যগ্রন্থ প্রকাশেরঅপেক্ষায় ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*