আমাদের সবুজ গ্রাম

-সিরাজুল ইসলাম মোল্লা

∞∞∞∞∞∞∞∞

বাঁশবাগানের পাশে পুকুর ধারে আমাদের ধাম,

চির সবুজ চির তারুণ্যে আমাদের সবুজ গ্রাম।

পাদপ মেহগনিতে চারিদিক সবুজ আর সবুজ,

ধান আলু গম সরিষা করে আমায় চির অবুঝ।

বাড়ি বাড়ি আম কাঁঠাল নারিকেল শোভা পায়,

বেলী জুঁই শিউলি মালতী হাসনা সুরভী ছড়ায়।

আঁকাবাঁকা মেটো পথ বয়ে গেছে পাশের গাঁয়,

ফুলে ফলে ভরা স্বপ্ন দিয়ে ঘেরা সবুজাব গাঁয়।

মধুর সুরে খগ ডাকে মৎস্য খেলে পুকুর জলে,

শিশির মাখা দুর্বাঘাসে সোনা ঝরা রোদ জ্বলে।

বাবুই চড়ই ঘুঘু খেলা করে গাছের ডালে ডালে,

উড়ে ফড়িং প্রজাপতি বাঁধতে চায় মায়াজালে।

মায়ায় ভরা ছায়ায় ঘেরা সবুজ ফসলের মাঠে,

চোখ ধাঁধানো মন ভোলানো আনন্দময়ী হাঁটে।

নানা ফুলে ফুলে সরিষার ফুলের মত হলুদাভ,

আলো আঁধারে হাসে, সবুজে সবুজে সবুজাব।

প্রেম সাজিয়ে হৃদ রাঙিয়ে রাখে দিগন্তে প্রণাম,

সুন্দর শান্তির প্রতিরূপা আমাদের সবুজ গ্রাম।

কে যাবি আয়রে আয় নৈসর্গিক সে সবুজ গাঁয়,

যেথায় সবুজ ধানের শীষে বাতাসে দোল খায়।

∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি-

সংক্ষিপ্ত পরিচিতিঃ কবি সিরাজুল ইসলাম মোল্লা (পিতা আব্দুল মান্নান মোল্লা ও মাতা হাজেরা বেগম) বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলাধীন মুন্সীগঞ্জ সদর থানার অন্তর্গত রামপাল ইউনিয়নের জোড়ার দেউল গ্রামের এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে ১৯৭৮ সালে জন্ম গ্রহণ করেন। ছয় ভাই ছয় বোনের মধ্যে কবি ১১ তম। উত্তরসূরী হিসেবে স্ত্রী ও দুই পুত্র সন্তান রয়েছে। ১০ বছর বয়স হতেই কবির লেখালেখির হাতে খড়ি। এছাড়াও পছন্দ দাবা, আড্ডা দেওয়া ও লেখালেখি করা। তিনি এক সময় প্রথম আলো ব্লগ সহ অন্যান্য ব্লগে লেখালেখি করেন এবং বর্তমানে ফেইসবুকে বিভিন্ন অনলাইন সাহিত্য গ্রুপে লেখালেখি সহ সাহিত্য চর্চায় নিবেদিত।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*