শীতের সকাল

-মোহাম্মদ ছোলেমান ভূঁইয়া

∼∼∼∼∼∼∼∼∼∼∼

শীতের সকালে আমি পোহাই যখন মধুমাখা রোদ,

তোমায় নিয়ে ভাবনা গুলো আমায় করে তো অবরোধ।

মিষ্টি রোদে দোয়েল শ্যামা শিস দিয়ে গায় গান,

তোমার স্বরূপ ভাসে চোখে মন করে আনচান।

নদীর চরে হিজল তলে নানান পাখির কলরব,

আমার মনে তোমায় নিয়ে শীতের পিঠার উৎসব।

মাথার উপর সাদা বকের সারি উড়ে যখন যায়,

কৈলাশ পর্বতের হিমেল বায়ু মাতাল করে আমায়।

উদোম কিশোর পানসি বেয়ে যায় নদীর শান্ত জলে,

তোমার রূপ অবয়বের ছায়া দেখি জলের অতলে।

মনে হয় দূর পাহাড়ে ঝর্ণা নয়,তোমার দুটো চোখ,

তোমার নীল চক্ষুসাগরে দেখি আমার অমল মুখ।

দূর বনে গাছের মনে কি নিদারুণ দুঃখগাঁথা,

চোখের জল যেন নিত্য ঝরে শিশির ভেজা পাতা।

শীতের দিন চলে যায় অবেলায় নামে আঁধার রাত,

প্রহর গুনি রাত কাটে না কখন হবে রাঙা প্রভাত।

∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতিঃ

কবি মোহাম্মদ ছোলেমান ভূঁইয়া ৪ঠা এপ্রিল ১৯৬৮ খ্রিস্টাব্দে কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার বক্রিকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন।পিতা আবদুল জলিল ভূঁইয়া ও মাতা মোসাঃ ছালেহা বেগম।

তিনি ঢাকা কলেজ থেকে ১৯৯৩ সালে স্নাতক ডিগ্রী লাভ করেন। বর্তমানে চান্দিনা মোকাম বাড়িতে স্থায়ীভাবে বসবাস করেন। তিনি বিভিন্ন পত্রিকা ও সাহিত্য গ্রুপে লেখালেখি করে থাকেন। তিনি একাধারে একজন কবি, ছড়াকার, গল্পকার, উপন্যাসিক ও শিক্ষক।

মেঘলা আকাশে পূর্ণিমা চাঁদ, নীলার মনে নীল দুঃখ, আলোয় ফেরার রইলো নিমন্ত্রণ, তিমির বিনাশী বাতিঘর, মন গহীনে পোড়ে মন, এক অকিঞ্চন আত্মভোলা ও অতিক্রান্ত স্টেশনের গল্প’ তার উল্লেখযোগ্য গ্রন্থাবলি।

তিনি আন্তর্জাতিক কবি ও সাহিত্যিক পরিষদ কর্তৃক ‘গ্রন্থ সম্মাননা-২০২৫ ইং’ ও পীরে কামেল দেওয়ান মাহবুবুল আলম (চিঃ)’সাহিত্য পুরস্কার -২০২৫ ইং’ অর্জন করেছেন।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*