তোমাদের কাছে ঋণী -রীনা ∞∞∞∞∞∞∞∞∞ তুমি নির্ভীক, তুমি সাহসী তুমি দুর্বার তুমি মনোবল হারানো পথিক কে, দিয়েছো বেঁচে থাকার অধিকার। পরাধীনতার শিকলে, বাধা ছিল যে, স্বাধীনতা তুমি আনিয়াছো ছিনে। তুমি এবং তোমরা নতুন সম্ভাবনার দুয়ার দিয়াছো খুলে, তোমাদের মতো , এমন সন্তান জন্ম দিয়ে আজ গর্বিত সেই জননী, আজ আমরা সকলেই তোমাদের কাছে ঋণী। ∞∞∞∞∞∞∞∞∞ […]