শুকনো গোলাপ -আবু ওবাইদুল্লা আনসারী ♣♣♣♣♣♣ বর্ষাররাত, নিস্তব্ধ নীরব সবকিছু ,শুধু বৃষ্টির শব্দ, টিনের ফুটো দিয়ে জল পড়ছে ঘুমহীন শরীরে কয়েক দিন থেকেই এই ভাবেই অভ্যস্ত হয়ে গেছি, একটা পঁচা গন্ধ নাকে আসছে, বৃষ্টিতে ভিজে শুকনো গোলাপ টি পচে গেছে, স্বপ্নগুলো আজ ক্ষতবিক্ষত, কোনো এক দুরন্ত চিল তার তীক্ষ্ণ নখর দিয়ে চিরে দিয়েছে, বিবেকের কাছে […]