অপ্রাপ্তি -নুপুর বিশ্বাস ♦♦♦♦♦♦♦♦ অনেক কিছুই – হয়তো দেওয়ার ছিল তোকে- যা হয়নি দেওয়া কখনোই, অনেক কিছুই চাওয়ার ছিল শুধুই তোর কাছে-তা হয়নি চাওয়া এখনো। এপথ,ওপথ,কত না অচেনা,অজানা অলিগলি-হয়নি তো একসাথে কখনো হাঁটা, কত মাঠ-ঘাট,বিস্তীর্ণ প্রান্তর,ছুটতে চেয়েছি তোর’ই হাত ধরে,হয়নি তো ছোটা । কত শিউলি,বকুল কুড়িয়েছি পাখি ডাকা ভোরে-তবু হয়নি কখনও গাঁথা মালা, তোর জন্য […]