তোমায় ছোঁয়ার বাসনা -প্রীতি কণা বিশ্বাস ♥♥♥♥♥♥♥ সন্ধ্যার আকাশে যদি দেখো তীব্র মেঘের ডাকাডাকি, বিদ্যুতের চমকে ভয় পেওনা, আমি থাকবো সেথায় দেখো তুমি আকাশ পানে চেয়ে, খুলেই রেখো জানালাগুলো তুমি বন্ধ করোনা ভুলে। যদি রিমঝিম ছন্দ তোলা শব্দ শোন রাতে, বিষন্নতায় হ্নদয় ভেঙ্গে কষ্ট নেমে আসে, তুমি বাতায়ন খুলে দাঁড়িয়ে থেকো তবে, তখন হিমেল হাওয়ার […]