শুভ নববর্ষ -রূপালী গোস্বামী ⇔⇔⇔⇔⇔ নতুন অতিথি এসেছে দ্বারে, দুয়ার খুলে দিয়ে গলা ছেড়ে বাঙালি গুণপনা দু-চার কলি গাও। পুরনো বছরকে রেখে মনে দিয়ে চিরবিদায়, প্রগতির জয়ধ্বজা উড়িয়ে দুর্ণিবার রথ ছোটাও। ধুলো ধুসারিত কুলুঙ্গি খুলে তুলে এনে বিস্মিত পরিচয়। মুখোশ খুলে, সরিয়ে আড়াল, আপন পায়ে দাঁড়াও। সেজে নব সাজে, আড্ডা জমিয়ে নতুন গুরুর লগনে, কব্জি […]