কবিতার পাতা ডট কম
April 14, 2021
বরিষণে আনমনে -মাজহারুল ইসলাম ♥♥♥♥♥♥♥ দখিনা মলয় প্রকাশে প্রণয় বিলিকেটে এলোকেশে জানায় স্বীয়-মহিমায় আগমনী বারতা মিষ্ট আবেশে। স্নিগ্ধ পরশে হৃদ হরষে এসেছে বহু পথ দিয়ে পাড়ি কর্ণ কুহরে শোঁ-শোঁ সুরে, বাজে নূপুর নিক্কণ তার’ই। বলে হেসে পড়েছি ঢুলে লালসে অলসে তব গায় তব কেশের গন্ধে নাচি-গো মনানন্দে ঘুঙুর পরে পায়। আষাঢ়ে বরিষণ ঝমঝম আগমন বাটের […]