কালপুরুষ -নুপুর বিশ্বাস ♣♣♣♣♣♣♣ আমি মহাকাল, আবার আমিই– কালের আবর্ত থেকে বেরিয়ে আসা কালপুরুষ ৷ কখনও আবার– ঘোর তমসাচ্ছন্ন পৃথিবীর যত অন্যায়–অবিচার, যত পাপ,ব্যভিচার আর মিথ্যার বুকে পদাঘাত হেনে ন্যায়ের আলোক বর্তিকা হাতে দন্ডায়মান দৃঢ়,কঠিন এক জ্যোতির্ময় মহাপুরুষ ৷ আমি– সত্যের পংক্তি রচনা করি আমি মিথ্যাকে করি ধ্বংস, আমি বিদ্যুৎ, আমিই সেই মহাতেজ, আমি — […]