হৈমন্তীর পৃথিবী
-মৃত্যুঞ্জয় সরকার
⇔⇔⇔⇔⇔⇔
হৈমন্তীর আজ বড্ড ইচ্ছে করছে দশভূজা হবার
পড়ন্ত বিকালে হেমন্তের শেষ তপ্ততা ভেদ করে মন চায়
অগ্নিকুন্ডে ভীরু,নগ্ন, উচ্ছৃঙ্খল ,স্বেচ্ছাচারী,পাপী নষ্ট মনের আত্মহুতি দিতে জ্বলন্ত অগ্নির লকলকে জিভে..
কবেই তো বৈধব্য এসেছে স্বামীর রক্ত ক্ষরণে সম্ভ্রম নষ্টের সেই কালোরাতে দশমীর সিঁদুর উৎসবে,
মেয়েও রেহাই পায়নি কামুক বির্য্যর বিদ্রুপ প্রহসনে
হৈমন্তীর চোখে ভাসে এখন শুধুই লক্ষ শ্মশান চিতা…
প্রগতির চাকা এগিয়ে চলে বিচারের বাণী কলঙ্ক মাখে
সভ্যতার উন্নয়ন পতাকা পতপত করে উড়ে….
হাতে ত্রিশূল,রক্তজবা চোখ,এলোচুলে হৈমন্তীর চামুন্ডা নৃত্য,
চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে নবপত্র,
রণমূর্তি নিয়েছে নির্ভয়াদের অশরীরী আত্মা,
কী ভয়ানক প্রতিবাদী দক্ষযজ্ঞ এ যেন ধ্বংস যজ্ঞে নির্ভীক পণ সুরক্ষার বীরাঙ্গনার সবুজ বিপ্লব…
চারিদিকে আর্ত চিৎকারে যুদ্ধ জয়ের ঝনঝনি
উষ্ণতায় ভরে গেছে হৈমন্তী মন,
আকাশ রাঙিয়েছে রক্তকরবী আভায়
হৈমন্তীর দুচোখে নতুন পৃথিবীর পূর্বাভাস…
⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি :
ভারতে পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় বাস করেন। ছাত্রবস্থা থেকেই লেখালেখি করেন। বিভিন্ন সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক পত্রিকাতে ইতিমধ্যেই বহু কবিতা ও গল্প প্রকাশ হয়েছে। একক প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যাও অনেক। একজন বাচিক আবৃত্তি শিল্পী।