শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয় স্মরণে -বিকাশ চন্দ্র মণ্ডল ≈≈≈≈≈≈≈ অপরাজেয় কথাশিল্পী শরৎ বাবূ , তোমার জন্মদিনে দুখভরা জীবন কাহিনী স্মরণে , চক্ষু কোণে অশ্রু আনে। ১৫ ই সেপ্টেম্বর শুভ দিনে , ১৮৭৬ সালে পিতৃদেবের মাতুলালয়ে হুগলির দেবানন্দপুর গণ্ড গ্রামে, জন্ম লয়ে ভূমি ধন্য করলে। অনিলা , শরৎ , প্রভাস, প্রকাশ, সুশীলা ভাই বোন পাঁচ জনা যদিও […]