সে এক যুগ গেছে -অশোক কুমার পাইক ≈≈≈≈≈≈≈≈≈≈ সৃষ্টির অন্তরালে সৃষ্টিকর্তা থাকেন যে সুখে হাজার ও সৃষ্টি, কতই না কৃষ্টি, আছে লুকে ; বিশাল বিশ্বব্যাপি স্তম্ভ, সৌধ, ইমারতে ভরা, মানুষের অসীম দক্ষতায় অমূল্য স্মৃতি গড়া l সে এক যুগ গেছে, ঐতিহাসিক পটভূমিকা, রণাঙ্গনে যুদ্ধ, হারজিতের বৈভব অহমিকা ; রাজ্যশাসনে স্মৃতিসৌধ স্থাপনে দৃঢ় সংকল্প, সেই অমরকীর্তি […]