বাঙালি ও ঈশ্বরচন্দ্র -আবুল হাসমত আলী ∞∞∞∞∞∞∞∞ বাঙালির প্রতীক তুমি মানবিকতাবাদী , বজ্র কঠিন চরিত্র তোমার তবু ভীষণ দরদী । অসুস্থ, পীড়িত, অসহায়দের তুমি দিয়েছো সেবা, তোমার কাজে অধিক মর্যাদা পেয়েছে যারা বিধবা। গঙ্গাসাগরে সন্তান বিসর্জনের ঘোর প্রতিবাদী তুমি ছিলে, বাল্যবিবাহের মত কুপ্রথা তো তুমিই রুখে দিলে । গর্জে উঠেছিলে তুমি যে কোন অন্যায়ের বিরুদ্ধে, […]