সন্ধান -কাজী সেলিনা মমতাজ শেলী ∼∼∼∼∼∼∼∼∼ জীবন হেরে যাওয়ার জন্য নয় নতুন পথের কর সন্ধান, জীবন বড় সুন্দর সুরেরও পথে আসুক মহিমা সুধাদান। জীবন যে সুনীল আকাশ, এখানে আছে মেঘ তারা চাঁদ, জীবন যেন রূপের রেখা, চাঁদও জেগে থাকে সারা রাত। জীবন নদীর মতো স্রোতের লীলায় ভেসে আসা ফুল, জীবন মানে বেদনা ব্যথিত রজনী অনেক […]