সফলতায় চন্দ্রযান তিন -ইন্দিরা দত্ত ≈≈≈≈≈≈≈≈≈≈≈≈ চাঁদে বিক্রম,বীর বিক্রমে পার করেছে অনেক বাধা, ছুঁয়েছে সে চাঁদের মাটি এখনো যে লাগছে ধাঁধা। সারাবিশ্ব করে জয়গান, আনন্দেতে সবাই ভাসে, রোভার প্রজ্ঞান দেবে সন্ধান বিক্রম হতে খবর আসে। বিজ্ঞানীদের নির্দেশক্রমে নামল চাঁদের দক্ষিণ ভাগে, সারা বিশ্ব জানুক আজি যেথায় কেহ যায়নি আগে। লাগল যে আজ নতুন পালক বিশ্বে […]