স্বাধীনতা -মাই ফেয়ার চৌধুরী ∞∞∞∞∞∞∞∞∞∞∞∞ স্বাধীনতা মানে বঙ্গবন্ধুর, বজ্র কণ্ঠস্বর। লক্ষ কোটি শহীদের বিনিময়ে, পেলাম আপন ঘর। স্বাধীনতা মানে, বাংলা বর্ণমালার স্বর। অগণিত প্রাণের ত্যাগে, ফসল বঙ্গচর। পরাধীনতার শিকল ভাঙতে, বাঙালী বদ্ধপরিকর। শোষকের রক্ত চোখ, করিনা মোরা ডর তুমি বাঙালীর বাতিঘর। ∞∞∞∞∞∞∞∞∞∞∞∞ কবি পরিচিতি- মাই ফেয়ার চৌধুরী, মাতা-লায়লা বেগম, পিতা-রমজু চৌধুরী, সি,ডি,এ আবাসিক এলাকা, ডাক-বন্দর,থানা-ডবল […]