ফুলের অভিসারে -কাজী সেলিনা মমতাজ শেলী ∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼ ফুলের অভিসারে কুঞ্জবনে বাতাস বহে যেন ধীরে ধীরে, ঝরা ফুল গুলো পড়ে আছে, মৃত্তিকায় নীরব বক্ষ ঘিরে। নির্মল সূর্য করোজ্জ্বল দিবসে কাব্য লিখেছে তব ধরণী, পুণ্য পীযূষ প্রভাতে, তব তপোবনে বাজে কোন রাগিণী। কোন সে আলো লাগলো ওই চোখে, জুড়ালো তব মন, কল্পনায় কেন কাঁদে মন চোখের জলে […]