মনের নাচন -অমরনাথ ঘোষাল ⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔ সোনালী ধানে ক্ষেতের ফসল, মাঠে ছড়ানো স্বর্ণধান, মনের আকাশে ওই আবেশে, অবশ্য মিলে শান্তি বিধান। শীতের হাওয়ায় মনের নাচন, ছন্দে ছন্দে এলো বিবরণ, স্বাদে ও গন্ধে মন বিচরণ, পরিবর্তন এনেছে স্মরণ। নলেন গুড়ের পাই সন্দেশ, ফিরায় জিভের স্বাদ, স্বাদে ও গন্ধে রাজভোগ আনে, জিভের ফেরায় অবসাদ। ফুলকপি সাথে বেগুন পোড়া, […]