মানবাধিকার কাদের জন্য? -আবুল হাসমত আলী ≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈ প্রাণীকুল, উদ্ভিদকুল প্রকৃতির অংশ, তারা সবাই স্বাধীন, খুব প্রাণবন্ত। প্রকৃতি তাদের বাধা দিতে অসম্মত, তাই তারা ইচ্ছেমত হচ্ছে বিকশিত। তাদের বিকাশ শুধু নয় দেহকোষে, সেই মতো মানবের বিকাশ ঘটেছে। মানুষের সর্বদিকে শ্রীবৃদ্ধি লক্ষিত, বুদ্ধিমত্তার বিকাশ সেথা বিকশিত। তাই মানুষের মধ্যে আছে বিরোধিতা, আছে তাদের ভীতর উগ্র জাতীয়তা। তাই […]