বসুন্ধরা -বিজয়া মিশ্র ∼∼∼∼∼∼∼∼∼∼∼∼ পৃথিবীটা পুড়ছে দহন ক্রোধে সকল প্রাণে তৃষ্ণার্তের জ্বালা, হারিয়ে যাচ্ছে বাস্তুতন্ত্র হিসেব বদলে যাচ্ছে ঋতুচক্রের খেলা। অরন্যদের বন্ধু বলে ভাবা, যেই ঘুচল নীড়ের অবস্থান কাগজে রইল বসুন্ধরা দিবস, ভুগছি সবাই ,উৎকন্ঠিত প্রাণ। আধুনিকতার নাম নিয়ে অরাজক আপন ক্ষমতা জাহির সারাক্ষণ, নিজের স্বার্থে সবটুকু উপভোগ্য ধংসের সীমা করেও নিরীক্ষণ। মুখের আদল ঢেকেছি […]