অচেনা প্রিয়জন -পারভেজ মোশাররফ ⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔ তুমি অন্তহীন এক গহীন বনে সুখের তীব্র আশা এখনও হয়তো দেখোনি আমায় পাওনি তাই ভালোবাসা। তুমি সুখের পরশ সুখময় জন,প্রিয় থেকে প্রিয় আমার! তুমি, আমার কাব্যে সবচেয়ে প্রিয়, সৌন্দর্যের বিবরন তোমাকে নিয়েই স্বপ্ন আমার নানান কিছুর আয়োজন। তোমার আলতো ছোঁয়া, স্পর্শতা আর, কন্ঠস্বরের আলাপ রাখবে আমায় সুখময় করে যেমন,রাখে মানুষ […]