২০৭১ সাল -মীর সেকান্দার আলী খোকা ↔↔↔↔↔↔↔↔↔↔ আজ থেকে অনেক বছর পরে বিজয়ের শতবর্ষে, স্বাধীনতার উচ্ছ্বাসে উচ্ছ্বাসিত কে তুমি! প্রীতি ভরে খুঁজছো আমায়, বকুল ঝরা-পলাশ রাঙা সর্ব মানবীয় প্রীতিময় কল্লোলে। তোমাদের শরীর ছুঁয়ে এই আমি থাকবো না সে’দিন, থাকব তবুও মন ছুঁয়ে তোমাদের আঙিনাতলে। পলাশের দেশে,শিমুলের দেশে, যেখানে টগর ফোটে, মৌরি ফুলের কোরকে, বহমান নদীর […]