মেরুদন্ডে দন্ডায়মান -পুষ্পিকা সমাদ্দার ≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅ মেরুদন্ডে দন্ডায়মান সকল প্রাণীকুল, ৩৩টি অস্থির সমন্বয়ে মেরুদন্ড সংকুল। জন্মকালে তা থাকে সূক্ষ্ম ও শিথিল, দৈহিক বর্ধনে গড়ে ওঠে তা তিল তিল। মেরুদন্ডে নির্ভর করে চলছে সব প্রাণী, এই সত্য বাক্যটি মোরা সকলেই মানি। নিজ নিজ মেরুদন্ডে সকলে দন্ডায়মান, এতে দাঁড়িয়ে আমৃত্যু চলে জীবের অভিযান। আমাদের উপর কী মেরুদন্ড নির্ভর […]