যমুনাতে রেল সেতু -মীর সেকান্দার আলী খোকা ∞∞∞∞∞∞∞∞∞ উদার যমুনা, অপেক্ষমান ক্ষণ, রেল যাত্রা হবে যমুনা নব্য রেলওয়ে সেতুতে। এ মাহেন্দ্রক্ষণ কতই না উল্লাসের, উচ্ছ্বাসে মানচিত্রে অঙ্কিত হবে নতুন অধ্যায়। পদ্মা-যমুনা, কর্ণফুলী ট্রানেল, রুপপুর, অধ্যায়ের মৃদু আলো ভেদ করে প্রসারিত আলো ছুঁয়েছে আকাশ, যেন এক দিঘী আলো নিয়ে জ্বলছে প্রদীপ। হাসছে আলো, আমিও হাসছি সাথে, […]