ভাঙাগড়া -নুপুর বিশ্বাস ∴∴∴∴∴∴∴∴ ভাঙছে পোড়ামন,ভাঙছে হৃদয়, হারাচ্ছে ভালোবাসা, ঘুণ পোকারা ওই মহাউল্লাসে ঘর বেঁধেছে খাসা। ভাঙছে বিশ্বাস,ভাঙছে সংসার ঘরেতে জ্বলে আগুন, মনেতে বয় না দখিনা বাতাস নেইতো প্রেমের ফাগুন। ভাঙছে স্বপ্ন,ভাঙছে নিষ্পাপতা ভাঙছে মনের আঁশ, অপ্রাপ্তির বোঝা বাড়ছে শুধুই ওঠে গোপন দীর্ঘশ্বাস। ভাঙছে মন্দির,ভাঙছে মসজিদ ধর্ম নিয়ে হানাহানি, স্রষ্টা কে?আল্লাহ না ভগবান? চলছে যে […]