এইতো হেথায় -রণজিৎ কুমার দেব ◊◊◊◊◊◊ জানো বিমলা, এই পৃথিবীটা এতো সুন্দর, আশিতে এসেও জড়িয়ে আছি তা’রি মোহে। মনে পড়ে ? সেই কবে এসেছিলে কমলা হয়ে মোর গৃহে ? যৌবনবতী লজ্জাবতী, চাহিতে আমা’পানে ভীরু ভীরু চোখে। শাণিত অস্ত্র নয়, বজ্র নয়, স্নিগ্ধ প্রেমের পুষ্পশর হানিতে আমার এ পাষাণ বুকে। রাখিতে পারিনি তোমায় সুরম্য অট্টালিকায়, পারিনি […]