পাওয়ার তৃপ্তি -কাজী সেলিনা মমতাজ শেলী ∼∼∼∼∼∼∼∼∼∼∼∼ যদি এমন একটা আকাশ পেতাম, রবে চাঁদ সব সময়, যদি এমন একটা সূর্য পেতাম,আলো ছায়ার মোহনায়। তাহলে হয়তো পল্লীর এই জীবনটা অনেক সুন্দর হতো, জীবন ধন্য হতো, পাতায় পাতায় অরণ্য ভরে যেত কত, হয়তো আকাশ, তারার সাথে গল্প করে এ নিশিথে, হয়তো আকাশ সংগীতে সুর তোলে নীরব বাঁশিতে। […]