আমার আশায় -কাজী সেলিনা মমতাজ শেলী ♥♥♥♥♥♥♥♥♥ আমার আশায় দাঁড়িয়ে আছো বাতাস পথেরও প্রান্তে, তুমি ডাকলে আসবো ছুটে, হৃদয়ের সব কথা জানতে। পথের শেষ প্রান্তে ওই নীল গগনে ছায়া পড়েছে বিজনে, মালার ফুলগুলো যেন জেগে আছে, বাতাসের উজানে। আমার আশায় বাতাস থেকে যাও মনে রেখো এ সন্ধ্যা প্রদীপ জ্বলবে, স্বর্ণলেখায় পুষ্পরাগে উদাসীন বাতাস বনফুলে চলবে। […]