অমর ২১শে ফেব্রুয়ারি -তনুশ্রী বসু (পাত্র) ∼∼∼∼∼∼∼∼∼∼ সেই সুনিবীড় শান্তির নীড়, শান্ত, শীতল, মায়ের আঁচল খানি তুমি আমার বঙ্গমাতা ওগো তোমার চরণ, স্বর্গ আমি মানি যে ভাষা, আমাদের মায়ের ভাষা যে ভাষায় লিখি, পড়ি, কথা বলি আমাদের ভাব প্রকাশের মাধ্যম দূর্মতি তোদের, সেই ভাষা রুখতে এলি? ও আমার সোনার বাংলা আমি তোমায় বড় ভালোবাসি এই […]