কবিতার পাতা ডট কম October 21, 2024

ডাক্তার পরিমল বাবু -মীর সেকান্দার আলী খোকা ⇔⇔⇔⇔⇔ (উৎসর্গ,মৃত: ডাক্তার পরিমল বাবুকে) ডাক্তার বাবু ও ডাক্তার বাবু,প্রাণ বাঁচাতে আপ্রাণ চোখ রাখো মগজে। নিশি নেই, নেই প্রভাত, মধ্য নিশি বলে কিছু নেই তোমার। তপ্ত প্রখর ঠেলে মধ্য দুপুরে বিজলীর আচমকা বানেও নির্ভীক তুমি। ডাক্তার বাবু ও ডাক্তার বাবু, শুনেছি তুমি নাকি ঈশ্বরের দ্বিতীয় আসন- ঈশ্বর মোহমুক্ত, […]

কবিতার পাতা ডট কম October 21, 2024

রক্তের দামে কিনেছি ভাষা -কামরুন নাহার বিশ্বাস ≈≈≈≈≈≈≈≈≈ রক্ত দিয়ে কিনেছি আমি আমার মায়ের ভাষা , এ ভাষাতে মিটাই আমি মনের যত আশা । পাখির গানে ফুলের বনে আপন মনে নদী বহে , সুজলা সুফলা এদেশ আমার চলার পথে মনের কথা কহে শস্য শ্যামলা পরিপাটি কি অপরূপ এদেশ , মায়ের আঁচল পাতা যেন রূপের নেইকো […]

কবিতার পাতা ডট কম October 19, 2024

ঐশ্বরিক অভ্যুত্থান -অভিজিৎ হালদার ⇔⇔⇔⇔⇔⇔⇔⇔ ঐশ্বরিক রাজ্যে, যেখানে স্বর্গ উন্মোচিত হয়, দেবতাদের একটি প্যান্থিয়ন, তাঁদের গল্প বলা হয়েছে সেখানে। অলিম্পাসের উচ্চতা থেকে ভালহাল্লার গেট পর্যন্ত, সর্বশক্তিমানের উপস্থিতি, একটি চিরন্তন অবস্থা। জিউসের বজ্রপাত, এবং পসাইডনের শক্তি, হেরার জ্ঞান, স্বর্গীয় আলোতে জ্বলজ্বল করছে। এথেনার পেঁচা এবং অ্যাপোলোর লিয়ার, আর্টেমিসের শিকার আর অ্যারেসের আগুন রয়েছে সেখানে। হিন্দু রাজ্যে […]

কবিতার পাতা ডট কম October 19, 2024

চাওয়া -বিপ্লব শামীম ≈≈≈≈≈≈≈≈≈ চাওয়া হয় যদি জাগতিক তবে তা একেবারেই অসর, পূরণের সুখ যেন প্রভাতের শিশির ভোরের আলোয় যা ফিকে ধূসর! চাওয়া যদি হয় অস্তিত্বের তবে প্রাচুর্যে যেন না যায় নজর, তুষ্টিতেই অবারিত সুখ অতুষ্টি এক মরিচীকার সফর! কখনো কি হবে সমান সব মানুষের সুখের ঘর? খুঁজতে হবে লব্ধের তৃপ্তি যেমন নদি খুঁজে ঐ […]

কবিতার পাতা ডট কম October 19, 2024

ভিক্ষা কুড়াবি আর কতকাল -পীতবাস মণ্ডল ∼∼∼∼∼∼∼∼∼∼ ওরে ও ঢাকী তুই যাসনে রে ভাই পেটের দায়ে ছেড়ে নিজের ঘর , তোর অভয়া কে একলা পেয়ে কলির অসুর কিন্তু করবে সংহার । ভালো চাস তো আগলে রাখিস ওকে (অভয়া কে) সঙ্গে নিয়ে যা সেখানে , নইলে জীবন বড়ই বিপন্ন ওর (অভয়ার) শকুনগুলো খুবলে খেলে বিচার কিছুই […]

কবিতার পাতা ডট কম October 19, 2024

প্রকৃ‌তি নিঃসঙ্গতা ও যুবক -খন্দকার আরশাদুল বারী ≈≈≈≈≈≈≈≈≈ প্রকৃ‌তি, নিঃসঙ্গতা ও যুবক অন্ধকার ঘি‌রে থাকা ধরণী মে‌ঘে ঢাকা আকাশ, বাতা‌শের শনশন শব্দ অন্ধকা‌রের বুক চি‌ড়ে ছু‌টে চলা বাইক! এলো‌মে‌লো গা‌নের ক‌লি জ্বলন্ত সিগা‌রেট হা‌তে যুবক, বাতা‌সে ভে‌সে আসা উৎকট গন্ধ ঢি‌মে তা‌লে ছু‌টে চলা ময়লার ট্রাক। প‌থের দু ধা‌রে জে‌গে ওঠা সাদা কাশফুল ব্রিজের নিচ […]

কবিতার পাতা ডট কম October 18, 2024

মাটির মায়ের সম্মান -আবুল হাসমত আলী ∞∞∞∞∞∞∞ শুরু হলো ইংরেজ শাসন ভারতের মাটিতে, ভারতবাসী ভীত সন্ত্রস্ত ইংরেজদের দাপটে। চাষিবাসী কামার কুমোর সবার হলো মরণ, শ্বেতাঙ্গদের অত্যাচারে তিক্ত হল জীবন। তবু তখন নিজের মায়ের কদর ছিল ঘরে, যতক্ষণ না বিপ্লবীর দল তাদেরকে দূর করে। মাটির মায়ের পূজা শুরু হলো সমারহে, ঘরের মাতা সেদিন থেকে বিরহ বক্ষে […]

কবিতার পাতা ডট কম October 18, 2024

চাওয়া পাওয়া -শান্তি দাস ∼∼∼∼∼∼∼∼∼∼∼ জীবন খাতায় প্রতিটি মুহূর্তে শুধু চাওয়া পাওয়ার হিসেব, জীবন তো চলছে স্রোতের ধারায় অবিরত। চাওয়া পাওয়ার হিসেব মিলাতে আজ জীবন পড়ন্ত বেলায়, ছোট বেলায় কত চাহিদা সবটুকু মিলত না যখন তখন, এক জীবনে মানুষের সব পূরণ হয় না সবার। হয়তো কখনো চেয়েছি যা পেয়েছি তার অধিক। সব চাওয়া পাওয়ার মাঝে […]

কবিতার পাতা ডট কম October 18, 2024

তুমি নেই -রীনা ≈≈≈≈≈≈≈≈ এই মেলা আর বসবে না, যদি না থাকো তুমি টেবিল চেয়ার গুলো সব অগোছালো হয়ে রইবে অসহায়ের মতো, থাকবে পড়ে সোফার কুশন গুলো চায়ের কাপগুলোতে লেগে থাকবে শুকনো চায়ের দাগ, ভুলে যাবে সবে সব অনুরাগ। মোটা আস্তরণে মাকড়সার জালগুলো ঘরের শোভা করবে বর্ধন। ঘরের প্রতিটি কোণে জানান দেবে তোমার না থাকার […]

কবিতার পাতা ডট কম October 18, 2024

আগমনী -বিকাশ চন্দ্র মণ্ডল ∼∼∼∼∼∼∼∼∼ প্রকৃতি সেজেছে দেখো অপরূপ সাজে, দ্বারে এসেছে শরৎ বলে আকাশের দিগ্বিদিকে তুষ্ট মেঘের পানি ভেসে চলে। দশদিশ মুখরিত হল শরৎ আগমনীর সুরে সুরে ছন্দ গানে মা যে আসছেন ত্বরা করি ধরায় যত অশুভ মানব দানব নিধনে। আসছে পরব, মোদের গরব শারদ উৎসবে বাড়াতে মান মহালয়ার পূণ্য বিহানে, শুরু দেবী পক্ষের […]

Popup Builder Wordpress