নারীদের অধিকার -অভিজিৎ হালদার ∞∞∞∞∞∞∞∞∞ একটি আত্মা আলোড়িত হয়েছে, একটি কণ্ঠস্বর উঠেছে, লজ্জা এবং দোষের জোয়ারের বিরুদ্ধে, বহুদিন ধরে নারীর শরীর ছিন্নভিন্ন, অসম্মানিত, ধর্ষিত এবং শোক করার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। নীরবতা ভাঙে, বাঁধ ফেটে যায় চওড়া, নারীরা যখন উঠছে, তাঁদের ভিতরের গল্প, আর লুকানো নেই, আর অবহেলা নেই, তাঁদের কণ্ঠস্বর উচ্চ, তাঁদের বার্তা গর্জিত। […]