হিজলতলা গাঁ -সিরাজুল ইসলাম মোল্লা ≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈ আর্দ্র ছায়ায় ঘেরা হিজলতলায়, সুর্যালো কুঁড়েঘরে আভা ছড়ায়। লাউ কুমড়া ঝুলে উঠানঝাঁকায়, সর্ষেফুল মুলাফুল হৃদয় রাঙায়। গরু নিয়ে যায় মাঠে মধুচাচায়, ঔষধ খায় দাদী ঘরের মাচায়। জেলে পুকুরেতে জাল ফালায়, ফুলরা ঝরে পড়ে কদমতলায়। মুরগী দুটো ঠুকরে আধার খায়, কৃষাণী ঝাড়ু দিতে খুকুকে চায়! ছাগল ছানা খাচ্ছে নারা মাচায়, […]