প্রকৃতির সৌন্দর্য -সঞ্জয় টুডু ∞∞∞∞∞∞∞∞∞ অপূর্ব সৌন্দর্যের খনি এই ভূবন, বৈচিত্র্যময় রূপের ভান্ডারে মুগ্ধ জনগণ। পৃথিবীই বসবাসের একমাত্র গ্ৰহ, সবুজের সমারোহে বেড়ে যায় বাঁচার আগ্ৰহ। প্রসারিত বুকের প্রতি প্রান্তরে, কোটি কোটি প্রাণী ও উদ্ভিদ আশ্রয় যে করে। ভূ-ভাগ,জলভাগ মিলেই ধরণী, একে অপরের নির্ভরশীল সকলে তা মানি। রৌদ্রময় উজ্জ্বল দিবসে রূপালী ঢেউয়ের হাসি, কাজলকালো দিঘীর জলে […]