পুতুল নাচন
-সত্যজ্যোতি রুদ্র
∞∞∞∞∞∞∞∞∞
সুদের নেশায় মাতাল হয়ে
দেখায় কত ছলাকলা,
বঙ্গ জুড়ে খেই হারানো
চোরের মায়ের বড় গলা।
দেশে দেশে জট পাকিয়ে
ভিড়াও যত মুনাফা খোর,
চিনতে বাকী নেই কারো আর
তুমি বেটা আসলেই চোর।
গরীব চোষা শকুনের দল
দীক্ষা মন্ত্র দেবে যত,
নোবেল-রুবেল রইবে পড়ে
দুর্গন্ধ ছড়াবে তত।
পুতুল নাচন দেখতে লোকের
মন চায় না কারো আর,
আফগান ইরাক সিরিয়াতে
দেখছে বিশ্ব বারংবার।
আগ্রাসি-আর দেশদ্রোহীর
মুখোশ খুলে নাও গো চিনে,
শান্তি ফিরে আসবে না আর
প্রতারকের ধ্বংস বিনে।
দেশ- বিদেশে ভাড়াটিয়া
অপশক্তি আছে যতো,
সোনার বাংলায় ঠাঁই হবে না
উড়ে যাবে ধুলোর মতো।
∞∞∞∞∞∞∞∞∞
পরিচিতি —
সত্যজ্যোতি রুদ্র, সহকারী শিক্ষক,
কণ্ঠশিল্পী,গীতিকার ও সুরকার, বাংলাদেশ বেতার ও টেলিভিশন।
গ্র্যাজুয়েশন — চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
উপজেলা- চকোরিয়া,জেলা– কক্সবাজার।
একক কাব্যগ্রন্থ — উন্মোচন, যৌথ কাব্যগ্রন্থ–হৃদিকথা(২০২২ ও ২০২৩)