সার কথা
-শ্রী স্বপন কুমার দাস
≅≅≅≅≅≅≅≅≅
লম্বা চওড়া মিথ্যা ভাষণ
চলছে দুনিয়া জুড়ে,
নিজের মতন করে চয়ন
ফুলের মালাটি পরে।
করতালি আর হৈ হুল্লোড়ে
আসর করছে মাত,
অঝোর বৃষ্টি চড়া রোদ্দুরে
মিথ্যাচারে বাজিমাত।
মধু চন্দন মধুর বচন
মুক্তোঝরা হাসি মুখ,
শীততাপ নিয়ন্ত্রিত বাহন
মুঠোবন্দী স্বর্গসুখ।
স্বার্থের তরে গরীবের ঘরে
নাক টিপে অন্ন গিলে,
ভালো মানুষী মুখোশ ধরে
লম্বা ঢেকুরটি তোলে।
কোনোক্রমে নরম আসনে
বসে যদি একবার,
চাহে না ফিরে গরীব নয়নে
কারুর মাড়ে না ধার।
সহজ সরল সাধারণী
ঢুকরে ঢুকরে কাঁদে,
মাথার উপর মধ্যমণি
রসে বসে ফেলে ফাঁদে।
এই দুনিয়ার নিয়ম এটা
এটাই তো সার কথা,
এই দুনিয়ায় কেউ একটা
বোঝে কি কারুর ব্যথা..??
≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি-
কবিরত্ন ও সাহিত্য গৌরব সম্মাননা প্রাপ্ত কবি- শ্রী স্বপন কুমার দাস, পিতা- স্বর্গীয় সন্তোষ কুমার দাস,মাতা- শ্রীমত্যা কল্যাণী দেবীর গৃহে ১৯৬৩ সালে ১৬ এপ্রিল অবিভক্ত মেদিনীপুর জেলার গোপীবল্লভপুর গ্রামে (বর্তমান-ঝাড়গ্রাম জেলা) জন্ম গ্রহণ করেন।
ফেসবুক দুনিয়ার স্বনামধন্য কবি ১৯৭৮ সাল থেকে কবিতা চর্চা করেন ওনার বহু কবিতা বিভিন্ন পত্রিকাতে স্ব-গৌরবে সম্মানের সহিত স্থান করে নিয়েছে।