এভাবেই চলছে সব
-মানস দেব
≈≈≈≈≈≈≈≈≈≈
— এই ছেলে কি নাম ?
— মনোস্কাম।
— পড়ো কোন ক্লাসে ?
— সিক্সে।
— রোজ যাও স্কুলে ?
— ইচ্ছে হলে ।
— স্কুল কেমন ?
— মনের মতন ।
— টিচার ক ‘ জন ?
— ন – দশ জন ।
— পিরিয়ড হয় কত ?
— ইচ্ছে মতো ।
— ফেরো কখন ?
— যখন – তখন ।
— স্যাররা বলেন না কিছু ?
— সরকারি নির্দেশে ভীতু ।
— ক ‘ জন আছে ছাত্র ?
— বারো – তেরো শ ।
— কেমন ভাবে স্কুল চলে ?
— ঐ, ঠেলেঠুলে ।
— প্রতি বছর কেমন রেজাল্ট ?
— প্রত্যেকে ফাস্টকেলাস ।
— এসব সম্ভব কেমন করে ?
— ওপর ওলার হাতের জোরে ।
≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি :
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার অন্তর্গত খিদিরপুর গ্রামে জন্ম। বর্তমানে উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলা বিভাগের শিক্ষক। দীর্ঘদিন ধরে লেখালেখির সঙ্গে যুক্ত। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ” অনুভব “।