ওড়নার আঙিনায়
-স্বপন গায়েন
≈≈≈≈≈≈≈≈≈≈
চোখের কোণটা যেন ধূসর গোধূলি মাঠ
বিবর্ণ রোদ্দুরে পুড়ে যায় ভালোবাসার উপকূল
ঝরে যাওয়া ফুলের গন্ধ শিশিরের স্পর্শে প্রাণ পায়।
তবুও সে ফুল কুঁড়িয়ে নেয় না কেউ।
সম্পর্কের আয়নায় নিজেকে দেখতে চায় সব্বাই
সভ্যতার রঙ্গমঞ্চে উঠেছে ঝড় –
হৃদয়ের বালুচরে ঘুমিয়ে আছে অনাগত নারী
আঁচল নেই, ওড়নার আঙিনায় খুশির রোশনাই।
ভাঙা জোৎস্নার আলোয় সাঁতার কাটছে ভালোবাসার মানুষ
স্বপ্নের রঙ রামধনু হয়ে যায় –
গোধূলির আলো বুকে নিয়ে ভালোবাসা ভালো বাসা খুঁজছে।
চোখের কাজলে সোহাগের আলপনা
হৃদয়ের বর্ণমালায় লেখা থাকে ভালোবাসার কাব্য
ভোরের শিশির ভিজিয়ে দেয় হৃদয়ের উপবন।
≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
কবি – স্বপন গায়েন, ঠিকানা –গ্রাম – রঘুনাথপুর, পোষ্ট – বীরেশ্বরপুর, থানা – মন্দিরবাজার, জেলা – দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিমবঙ্গ। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে হিসাবসাস্ত্রে অনার্স নিয়ে বাণিজ্যে স্নাতক। বাবা ছিলেন পোষ্ট মাস্টার। মা গৃহবধূ।