শরতের স্নিগ্ধতা
-বিজয়া মিশ্র
∼∼∼∼∼∼∼∼∼∼
শরৎ এসেছে বলছে অরুণ
অপরূপ এক ছন্দে
নীল নীলিমায় শুভ্র মেঘেরা
ঘুরে ফেরে মহানন্দে।
বাঁধন হারা দিক দিগন্তে
শান্ত রবির প্রকাশ
পরতে পরতে আঁকে আল্পনা
আগমনী অবকাশ।
মাটির সবুজে উচ্ছ্বলতার
প্রকাশ কী মধুময়
বর্ষাশেষের স্নিগ্ধতা ছুঁয়ে
লীলাকাশ কথা কয়।
ভরা জলাশয়ে স্বচ্ছ মুকুরে
আসমানী মুখচ্ছবি
ঝিকিমিকি আলোর আভাসে
লুকোচুরি খেলে রবি।
খোলা প্রান্তরে বইছে বাতাস
আঁচলে শিউলি সুবাস
মৃদু মৃদু দোলে সবুজ বনানী
আল জুড়ে থাকা কাশ।
আকাশের নাও পাল তুলে বুঝি
আসছে মাটির দুয়ারে
যেথা আগমনী গানে সাজছে উঠোন
প্রস্তুতি ঘরে ঘরে।
∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
আমি বিজয়া মিশ্র পাহাড়ী। পূর্ব মেদিনীপুর জেলার গ্ৰাম্য আবহে জন্ম,পরিবেশের মুক্ত হাওয়ায় লালিত।বর্তমানে কলকাতাবাসী ।যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষায় স্নাতকোত্তর। লেখালেখি,আবৃত্তি,বক্তৃতা, সঞ্চালনা,লেখালেখির সূত্রপাত বিদ্যালয় জীবন থেকেই,শিক্ষিকাগণের উৎসাহে।চরম দারিদ্রের মধ্যেও সব বাধা টপকে যাওয়ার অদম্য স্পৃহা আশৈশব পায়ের তলায় মাটি খুঁজে নিতে সাহায্য করেছে। বাংলা ভাষা ছড়াও চিকিৎসা বিষয়ক একটি শাখায় স্নাতক হিসেবে শিক্ষা সম্পূর্ণ ক’রে দীর্ঘদিন চিকিৎসা বিষয়ক শিক্ষকতা,পরে স্কুল শিক্ষায় যোগদান -সব মিলিয়ে বৈচিত্র্যময় পথচলা ভাবনার রসদ যুগিয়েছে,যুগিয়ে চলেছ।প্রাত্যহিক জীবনযাত্রাই আমার কবিতা,গল্প ও অন্যন্য লেখার উপজীব্য। নমস্কার, ধন্যবাদ।