ফিরবো কবে নতুন ভোরে

-পীতবাস মণ্ডল

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

একরাশ বিষাক্ত কালো ধোঁয়ার ধ্বংসস্তূপে

দাঁড়িয়ে থাকা আমি লুপ্তপ্রায় বিবেকের হাহাকার ,

অনৈতিকতার নিষ্পেষণে জর্জরিত চিতার অর্ধদগ্ধ কাষ্ঠের করুণ প্রতিবেদন

আমি দু”নয়নে হেরি দুনিয়ার মেকি চর্ব্যচোস্য ভোগী ভণ্ডযগীর যুগাবতার।

বেবাফা অবিমৃষ্যকারীর করাল দংশনে নীলাভ আমি

চুরি হয়ে যাওয়া মনুষ্যত্বের যুপকাষ্ঠে নেহাত বন্দী ,

নির্মম পাশবিকতার চৌহদ্দিতে সপ্তরথী ঘেরা

নির্বাক অনুভবে উপলব্ধি করি শয়তানের অভিসন্ধি ।

অনাচারের বহাল তবিয়তে আরষ্ট আমার পৃথিবী !

দীন দুখিনীর ললাটে একই অমানিশার কালশিটে ,

রক্ষকের সুনামি কেড়েছে শান্তির অভয়বাণী

ভাগ্যহতের ক্ষীন আশাটুকু নিঃশ্বেষ দুষ্টের সংঘাতে ।

জীবন সংগ্ৰামে অপরাজেয় দধিচির উপাসনা ওরা

সর্বশান্ত হয়েও ওরা আমার যুদ্ধ জয়ের মূর্ত প্রতীক ,

অবাঞ্চিত অভিরুচির বাড়বাড়ন্তে তীব্র ভর্ৎসনা

আমি দুঃসময়ের শৃঙ্খল ভাঙা অটুট শক্তির সম্বিত ।

অযাচিত শমনের সংশয়ে বিপ্লবের মুখে কুলুপ

সত্য উদয়াস্ত দাসত্ব করে মিথ্যার করিডোরে ,

লজ্জার তীব্র ধিক্কারে জ্বলছে অনল বক্ষে আমার

বিদ্রোহী মন স্বপ্ন দেখে ফিরবো কবে নতুন ভোরে !

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি –

নাম পীতবাস মণ্ডল , গ্ৰাঃ+পোঃ – যোগেশ গঞ্জ জেলা – উত্তর ২৪ পরগনা । পেশায় সাধারণ কর্মজীবী। পাঠকের অনুপ্রেরণা লিখতে ভাবায় ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*