আগমনী
-সুজিত শর্মা বিশ্বাস
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
আজ সকালে উঠেই দেখি
ঝরছে সোনা রোদ,
মনের মাঝে কেমন যেন
খুশি খুশি বোধ।
আকাশ সুনীল মেঘের ভেলা
ছুটছে দলে দল,
শাপলা শালুক ভাসছে সবাই
পুকুর দীঘির জল।
শিউলি দেখি হাসছে সবে
সবুজ ঘাসের ‘পর,
রাতের বেলা কখন যেন
ঝরেছে ঝর ঝর।
সাদা চুলে মাথা দোলায়
হাজার কাশের ফুল,
ঐ সুদূরে ফুটেছে সব
ছোট্ট নদীর কূল।
কুমোর পাড়ায় উঠেছে কি
সামাল সামাল ভাই?
ঘরের দোরে এলো পুজো
আর তো সময় নাই।
দূরে কোথায় বাজনা বাজে
ঢ্যাং কুরা কুর,
আগমনী গান শোনা যায়
মিষ্টি মধুর সুর।
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
কবি পরিচিতি-
সুজিত শর্মা বিশ্বাস, পিতা – সুধীর শর্মা বিশ্বাস, নিবাস – বহরমপুর, জেলা – মুর্শিদাবাদ, পশ্চিম বঙ্গ, অবসরপ্রাপ্ত কর্মচারী