অপূর্ণ স্বাক্ষাৎ
-বিনয় জানা
∞∞∞∞∞∞∞∞
আমাদের স্বাক্ষাৎ পূর্ণতা পেল না!
কত কি বলার ছিল, বলাও হল না!
রোজ রোজ কথামালা গাঁথী বসে একা,
পরাব তোমার গলে পূর্ণ হলে দেখা।
গাঁথা মালা শুকাইল তপন দহনে,
অন্ধকার জমা হয় মনের গহনে!
শ্রাবণের ঘনঘটা ময়ূরে নাচায়,
বারি ঝরে মাঠ ভরে, ভরে না হৃদয়!
সাত রঙা রামধনু আকাশের বুকে,
পথ চেয়ে বসে থাকি আমি অপলকে!
সময় গড়িয়ে গেল, তুমি তো এলে না;
অপেক্ষা বিফল হল, স্বাক্ষাৎ হল না!
শরতের সাদা মেঘ মন্থর উড়ান,
অমল ধবল বনে খেলিছে পবন।
আকাশে বাতাসে শুনি আগমনী সুর,
অপেক্ষায় বসে থাকি বিরহ বিধুর!
মন্ডপে দেখা হল কথা তো হল না,
আমাদের স্বাক্ষাৎ পূর্ণ তো হল না!
পৃথিবী রাঙিয়ে দিল ফাগুনের ফাগ,
উদাসী বাউল গায় বিরহী বেহাগ।
শাখায় শাখায় দোলে বসন্তের ফুল,
আমাদের মনে দোলে প্রেমের মুকুল!
ভ্রমর গাইল গান, ফুল ফুটল না;
আমাদের স্বাক্ষাৎ পূর্ণতা পেল না!
∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
নাম: বিনয় জানা। পিতা: স্বর্গীয় সুধীর চন্দ্র জানা। বর্তমান বাড়ী: হলদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ। পিন:৭২১৬৫৪. আমি একজন Electrical Engineer. NTPC-তে Dy. Manager ছিলাম। বর্তমানে অবসর প্রাপ্ত। আমি একজন সাহিত্য প্রেমী। বিশেষত কবিতার মনোযোগী পাঠক। আর মনের কথাকে কবিতার রূপ দেওয়ার চেষ্টা করি মাত্র।