জ্ঞানের ধ্রুবতারা
-অনিল কুমার পাল
≈≈≈≈≈≈≈≈≈≈
মন পাখিদের চিঠি হাতে হাতে করে বিলি,
হারিয়ে গেল পোস্ট অফিস কানে কানে মোবাইলে কথা বলি।
এখন তো আর প্রেমের কথা হয়না লেখা লিখি,
অত্যাধুনিক যুগে কম্পিউটারে বাটন টিপাটিপি শিখি।
দিনে দিনে হারিয়ে যাচ্ছে অতীত লোকসংস্কৃতি,
দিকে দিকে বিজ্ঞানের জয়যাত্রা আদিত্য পেলো স্বীকৃতি।
মনে মনে ভাবি সূর্যমামা হবে না কখনো কাবু,
নতুন নতুন আবিষ্কারে ইসরোর অভিযান চলবে তবু।
গানে গানে গান পাখিদের শ্রোতা সব সময় রবে,
ছোট ছোট সোনা মনিরা একদিন আলোকিত মানুষ হবে।
তাদের দিকে তাকিয়ে তাকিয়ে হচ্ছে সবাই সারা,
আলোর আলোয় ভরিয়ে দেবে জ্ঞানের ধ্রুবতারা।
≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
অনিল কুমার পাল, পিতা মৃত দ্বিজপদ পাল, মাতা মৃত রেনু বালা পাল। তিনি মাগুরা জেলার অন্তর্গত পুটিয়া গ্রামে (বাংলাদেশ) ১০ জানুয়ারি ১৯৬৬ সালে জন্মগ্রহণ করেন। তিনি একটি বিশেষায়িত ব্যাংকে অডিটর হিসাবে কর্মরত আছেন। তাঁর বেশ কয়েকটি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। তিনি অবসর সময়ে লেখা লেখি করে থাকেন।