সেই ছেলেটা

-শিবানী সাহা

≅≅≅≅≅≅≅≅≅≅

সেই ছেলেটা প্রতিদিনই সকাল হলে

গ্রাম থেকে ছুটে যায় শহরে,

দরিদ্রের সংসারটা চলে তার উপার্জনে।

দারিদ্র্যের সঙ্গে লড়াই করে এসেছে

সেই ছোট্টবেলা থেকে, কিন্তু বড় হবার স্বপ্নটাকে

তিল তিল করে যত্ন করে রেখেছে বুকের মাঝে,

অভুক্ত পেটে, কখনো আট পেটে

দু মাইল রাস্তা হেঁটে ছুটে গেছে বিদ্যালয়ে

পড়াশোনা শিখে বড় চাকরি করতে হবে।

দরিদ্র চাষী বাবার কষ্ট লাঘব করতে হবে

শেষ বয়সে মা-বাবাকে সুখের মুখ দেখাতে হবে।

ডিগ্রি শেষে চাকরির আশায় ঘুরে বেড়িয়েছে

পরীক্ষা দিতে বিভিন্ন সংস্থাতে দূরদূরান্তে।

না চাকরিটা তার হয়নি অর্থের অভাবে,

টাকা ছাড়া যে আজ কাল কিছুই হয় না।

তাই হতাশ হয়ে হকারি করতে নেমেছে পথে,

সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর ফেরে রাতে।

মা ভাতের থালা নিয়ে অপেক্ষা করে বসে থাকে

খোকা এলে খাবে খোকার সাথে,

ভালো থাকার স্বপ্ন হারায় শহরের চোরা গলিতে।

≅≅≅≅≅≅≅≅≅≅

কবি পরিচিতি:-

শিবানী সাহা। বর্তমানে বাস হুগলি জেলার কোন্নগরে। সাধারণ গৃহবধূ। কবিতা লেখা ও পড়া দুটোতেই সমান আগ্ৰহ। পাঠকের ভালোবাসা ও তাদের মন্তব্যে লেখার প্রেরণা।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*