বোবা মেয়ের কান্না

-সুবীর কুমার পাল

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

জানতে যখন পারি আমি

বয়স তখন সাত,

কোন দিনই পারবো না বলতে কথা

বুঝতে পারি না কি যে করি ?

যখন সবাই বলতে থাকে,

মায়ের মতো দেখতে আমি

তাইতো মা চলে গেলো

আমাকে দিয়ে ফাঁকি ।

মায়ের শব দেহটা রাখা ছিল ,ঘরের মেঝে জুড়ে

বুঝিনি আমি ফিরবে না মা

থাকতে হবে আমায় একা ।

মনে পড়ে গলা জড়িয়ে মা মা বলে মায়ের কাছে গেলাম,

বুকের স্তন খাবো বলে কত কেঁদে ছিলাম ।

পাড়া প্রতিবেশীরা চার দোলাতে

মা কে নিয়ে গেলো-

মা যে কেবল এলো না ফিরে

সবাই ফিরে এলো ।

মা যে গেলো তারার দেশে

সব ছেড়ে বৈধব্য বেশে ।

সবাই ভুলে গেলো মা কে

আমি যে ভুলতে নারি,খুঁজে পাই না কোন দিশে ।

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি- 

সুবীর কুমার পাল ।(প্রধান শিক্ষক )

গ্রাম +পোস্ট-রোল ।

জেলা-বাঁকুড়া ।

পিন722205

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*