অশান্তি জীবন
-আশীষ খীসা
∞∞∞∞∞∞∞∞
পাপ-পূণ্য চিন্তা না করে
বেপরোয়া চলে যেই জন,
সেই জন বিপদগামী হবে
শান্তি হবেনা তার মন।
ভাল-মন্দ চিন্তা না করে
স্বাধীনে চলে যেই জন,
সেই জন বাধার সম্মুখীন হবে
নিশ্চয়ই যে কোন ক্ষণ।
ইতিবাচক-নেতিবাচক চিন্তা না করে
আন্দাজে চলে যেই জন,
সেই জন জটিলতায় পড়বে
লেগে থাকবে আজীবন।
যোগ-বিয়োগ হিসাব না করে
উদার মনে চলে যেই জন,
সেই জন হতাশায় ভুগবে
সমস্যা থাকবে সারাক্ষণ।
টাকা-পয়সা হিসাব না করে
অমিতব্যয়ী চলে যেই জন,
সেই জন আর্থিক সংকটে পড়বে
অভাব থাকবে সর্বক্ষণ।
সুদূরপ্রসারী চিন্তা না করে
অগ্রসর হয়না যেই জন,
সেই জন অথৈ সাগরে ভাসবে
সারা মানব জীবন।
∞∞∞∞∞∞∞∞
সংক্ষিপ্ত কবি পরিচিতি :
কবি আশীষ খীসা,পিতা – বিনয় কান্তি খীসা,
মাতা – গোপা দেবী খীসা,জন্ম- রাঙ্গামাটি সদর।
স্থায়ী ঠিকানা-গ্রাম-তুলাবান,ডাকঘর-মারিশ্যা,
উপজেলা-বাঘাইছড়ি,জেলা-রাঙ্গামাটি পার্বত্য জেলা।তিনি ১৯৭০ সালে ৩১শে আগষ্ট এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন।তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে
স্নাতক,জাতীয় বিশ্ববিদ্যালয় হতে বি.এড.ও এম.এড.
(১ম শ্রেণি)ডিগ্রী অর্জন করেন।
তিনি পেশায় একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর বর্তমান কর্মস্থল – আলীকদম উপজেলা,জেলা বান্দরবান পার্বত্য জেলা। তাঁর যৌথ কাব্যগ্রন্থ ১৬টি। তিনি একাধারে কবি,সাহিত্যিক,ছড়াকার,গীতিকার ও শিল্পী। তিনি বিভিন্ন সাহিত্য সংগঠন,ম্যাগাজিন ও পত্রিকার সাথে জড়িত আছেন। তিনি তাঁর সাহিত্যকর্মের জন্য এ যাবত প্রায় চার হাজার সম্মাননা সনদ অর্জন করেছেন।তিনি সাহিত্যে বিশেষ অবদানের জন্য ভারতের কলকাতা থেকে মহাত্মা গান্ধী আন্তর্জাতিক পিচ এ্যাওয়ার্ড-২০২৩ ও শিক্ষায় বিশেষ অবদানের জন্য নেতাজী সুবাষ চন্দ্র বসু পিচ এ্যাওয়ার্ড-২০২৩ সম্মাননা পদক পান।