আমি দেখেছি

-তনুশ্রী বসু (পাত্র)

≅≅≅≅≅≅≅≅≅≅

ভেবেছ কি কখনো এমন ঋতু আসবে

শরৎ কালেও বৃষ্টির জলে খালবিল,পুকুর,নদী ভাসবে

ভেবেছ কখনো ছেলেমেয়েরা মা বাবাকে অপমান

করবে?

আমি দেখেছি, এ অপমানে ঘেন্যা আর অবহেলা আছে

কখনো দেখেছ নদীর পাড় ভেঙ্গে জলোচ্ছাসে গ্রাম ভাসতে

আমি দেখেছি হাহাকার কান্না, ঘর ছাড়া মানুষ পশুর

আর্তনাদ।

খিদের জ্বালায় একই সঙ্গে মানুষ আর পশুকে খিদের জ্বালা মেটাতে।

দেখেছ কখনো ধনী ভাই দরিদ্র বোনকে কিভাবে

কুকুরের মত বিতাড়িত করে?

আমি দেখেছি প্রয়োজনে বাবামাও কত স্বার্থপর

হয়।

আমি দেখেছি ছোটবেলার বন্ধু, মৃত্যুর পরও শেষ দেখা দেখতে আসেনি।

আমি দেখেছি এক বন্ধু অন্য বন্ধুর জন্য কতটা আন্তরিকতার সঙ্গে ভাবে।

ভালোবাসা আর ঘেন্যা পাশাপাশি মনের অলিন্দে

বাস করে ।

আমরা ভালোবাসায় থাকতে চাই , বাঁচো হাঁসো প্রাণভরে হাঁসো।

পৃথিবী বড় সুন্দর, তাকে সম্মান করো নিঃসার্থ ভালোবাসা দিয়ে।

≅≅≅≅≅≅≅≅≅≅

কবি পরিচিতি:-

সাহিত্যকে যারা ভালোবাসে তারা লেখার মাধ্যমে তাদের বক্তব্য ওপরের সামনে রাখার চেষ্টা করে। তার প্রকাশ কবিতা, অণুগল্প কিংবা প্রবন্ধে দেখা যায়। হুগলি জেলায় চুঁচুড়াতে জন্ম, স্কুল কলেজও সেখানেই। লেখার অভ্যাস সেই ছোটবেলা থেকে। আমি একজন সাধারন গৃহিণী। লিখতে ভালবাসি আর তার প্রকাশে আরও আনন্দ পাই। তাই লিখি আর লিখেও চলব।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*